Drone | কলকাতার আকাশে হঠাৎই রহস্যময় ৭টি ড্রোন! তদন্তে STF ও গোয়েন্দা বিভাগ!

Wednesday, May 21 2025, 7:50 am
highlightKey Highlights

,সোমবার বেশি রাতে মহেশতলা ও বেহালার দিকে থেকে পর পর সাতটি ড্রোনকে আসতে দেখা যায়।


কলকাতার আকাশে হঠাৎই রহস্যময় ড্রোন। লালবাজার সূত্রে জানা গিয়েছে,সোমবার বেশি রাতে মহেশতলা ও বেহালার দিকে থেকে পর পর সাতটি ড্রোনকে আসতে দেখা যায়। ওই ড্রোনগুলি প্রথমে হেস্টিংস এলাকা, তারপর দ্বিতীয় হুগলি সেতু, ফোর্ট উইলিয়াম, ময়দানের ওপর ঘোরাফেরা করে। এরপর পাঁচটি ড্রোন চলে যায় পার্ক সার্কাসের দিকে। অন্য দু’টি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে। ওই ড্রোনের সাহায্যে চরবৃত্তি করা হচ্ছিলো কি না তা তদন্ত করছে কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File