AAP MLA Quit | বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা আপ শিবিরে, দল ছাড়লেন ৭ আপ বিধায়ক
Friday, January 31 2025, 5:43 pm
Key Highlightsভোটের ঠিক আগেই বড় ধাক্কা খেল আপ। শুক্রবার দল থেকে ইস্তফা দিলেন ৭ জন বিধায়ক।
ভোটার আগেই আপ শিবিরে ফাটল। শুক্রবার দল থেকে ইস্তফা দিলেন ৭ জন আপ বিধায়ক। তাঁদের মধ্যে দুজন সাফ জানিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়ালের ওপর ভরসা নেই তাঁদের। দল ছাড়লেন পালমের বিধায়ক ভাবনা গৌর, কস্তুরবানগরের বিধায়ক মদনলাল, ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত মেহরাউলিয়া, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, মেহরাউলির বিধায়ক নরেশ যাদব, আদর্শনগরের পবন শর্মা, বিজওয়াসানের বিএস জুন। উল্লেখ্য, এবছরের বিধানসভা নির্বাচনে এদের কাউকেই টিকিট দেওয়া হয়নি। বিধায়ক পদ খোয়ানোর আশঙ্কাতেই সম্ভবত দল ছাড়লেন তাঁরা।

