সংক্রমণ রুখতে ব্যারাকপুরে ৭ দিনের লকডাউনের ঘোষণা
Monday, June 21 2021, 11:56 am
Key Highlightsসমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমাতেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তাই এই অঞ্চলের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই আগামী সোমবার অর্থাৎ ২১শে জুন থেকে ৭ দিনের জন্য পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ব্যারাকপুরে। বাজার, শপিং মল বন্ধ রেখে সংক্রমণ শৃঙ্খল ভাঙার উদ্দেশ্যেই এই লকডাউন বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুর এলাকার মুখ্য প্রশাসক উত্তম দাস। এই ১ সপ্তাহ বাজার বন্ধ থাকায় পাড়ায়-পাড়ায় ভ্যানে করে সবজি পৌঁছে দেওয়ার ভাবনাও চলছে।