Women’s T20 । টি২০ চ্যালেঞ্জার ট্রফির দল ঘোষণা করল BCCI , তালিকায় বাজিমাত ৭ বঙ্গকন্যার

Friday, November 22 2024, 1:54 pm
highlightKey Highlights

মেয়েদের টি ২০ চ্যালেঞ্জার ট্রফির দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বাংলার সাতজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন দলে।


সম্প্রতি মেয়েদের টি-২০ চ্যালেঞ্জার ট্রফির দল ঘোষণা করেছে BCCI । বাংলার ৭ জন ক্রিকেটার সেই দলে সুযোগ পেয়েছেন। তালিকা অনুযায়ী দলে রয়েছেন রিচা ঘোষ, তিতাস সাধু, ধারা গুজ্জার, সাইকা ইসাক, মিতা পাল, তনুশ্রী সরকার এবং প্রিয়াঙ্কা বালা। ক্রিকেটারদের পাশাপাশি বাংলার সিনিয়র দলের ম্যাসিওর টগরিকা চট্টোপাধ্যায়ও সুযোগ পেয়েছেন। রবিবার সকাল ১১টা থেকে শুরু হবে মেয়েদের টি-২০ চ্যালেঞ্জার ট্রফি। টুর্নামেন্টে মোট পাঁচটি দল খেলবে।  রাঁচিতে হবে টুর্নামেন্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File