WB School | গরমে স্কুল পড়ুয়াদের স্বস্তি দিলো রাজ্য সরকার! জুন মাস জুড়ে ক্লাস হবে সকালে!
Saturday, June 15 2024, 9:49 am
Key Highlightsগরমের কারণে সকালে স্কুল করানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের ৬০ শতাংশ স্কুল।
গরমের কারণে সকালে স্কুল করানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের ৬০ শতাংশ স্কুল। গোটা জুন মাস স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুলগুলি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যে জুড়ে প্রায় ৪০ হাজার স্কুলে অন্তত জুন মাসটা সকাল ৭ টা বা সকাল ৭.৩০ থেকে শুরু হবে ক্লাস। জানা গিয়েছে, স্থানীয় আবহাওয়ার উপর নির্ভর করে স্কুলের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

