Trump Tower | ভারতে আরও ৬টি 'ট্রাম্প' টাওয়ার গড়ে উঠবে, ইঙ্গিত দিলেন পার্টনার সংস্থা ট্রিবেকার প্রধান
Friday, November 8 2024, 4:43 am
Key Highlightsভারতে 'ট্রাম্প' ব্র্যান্ডের পার্টনার ট্রিবেকার প্রধান কল্পেশ মেহতা জানান, ভবিষ্যতে আরও ৬টি ট্রাম্প টাওয়ার গড়ে উঠবে ভারতে।
ডোনাল্ড ট্রাম্প জয়ী হতেই প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। এবার খবর, ভবিষ্যতে আরও ৬টি ট্রাম্প টাওয়ার গড়ে উঠবে ভারতে। ভারতে 'ট্রাম্প' ব্র্যান্ডের পার্টনার ট্রিবেকার প্রধান কল্পেশ মেহতা জানান, ভবিষ্যতে আরও ৬টি ট্রাম্প টাওয়ার গড়ে উঠবে ভারতে। এই প্রোজেক্টগুলি মোট ১৫ হাজার কোটি টাকায় বিকোতে পারে। প্রোজেক্টগুলির মোট আয়তন আট মিলিয়ন বর্গ ফুট হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে ট্রাম্প ব্র্যান্ডের ৪টি প্রোজেক্ট আছে। যার আয়তন তিন মিলিয়ন বর্গ ফুট।
- Related topics -
- বাণিজ্য
- ডোনাল্ড ট্রাম্প
- ব্যবসা বাণিজ্য
- ভারত
- দেশ

