Terrorist Encounter | দু'দিনে নিকেশ ৬ জঙ্গি! নিহত সন্ত্রাসের ফোন থেকে মিলতে পারে পহেলগাঁও হামলার অভিযুক্তদের খোঁজ!
Friday, May 16 2025, 9:03 am
Key Highlightsমঙ্গলবার ও বৃহস্পতিবার, দুদিন মিলিয়ে ৬ জঙ্গিকে নিকেশও করে ভারতীয় সেনা। এরা সবাই জৈশ ই মহম্মদের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
পহেলগাঁও হামলার পর ভারত সরকার স্পষ্ট বলে দেয়, সন্ত্রাসবাদদের রেয়াত নয়। এর পরই জঙ্গি নিকেশে অভিযানে নাম সেনা। মঙ্গলবার ও বৃহস্পতিবার, দুদিন মিলিয়ে ৬ জঙ্গিকে নিকেশও করে ভারতীয় সেনা। এরা সবাই জৈশ ই মহম্মদের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। জানা গিয়েছে, নিহত সন্ত্রাসী জুনায়েদ ভাটের ফোন থেকেই স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী পাকিস্তানি সন্ত্রাসী হাশিম মুসা, আলি ভাই এবং অনন্তনাগের বাসিন্দা আদিল হুসেন থোকার সম্পর্কে বিস্তারিত তথ্য পায়। এই তিনজনই পহেলগামে ২৬ জন পর্যটককে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- জঙ্গিগোষ্ঠী
- পহেলগাঁও জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গি

