দেশ

Cyber Fraud | চাকরির টোপ দিয়ে মায়ানমারে নিয়ে গিয়ে আটক করা হলো ৬ ভারতীয়কে, নজরে সাইবার প্রতারণা চক্র

Cyber Fraud | চাকরির টোপ দিয়ে মায়ানমারে নিয়ে গিয়ে আটক করা হলো ৬ ভারতীয়কে, নজরে সাইবার প্রতারণা চক্র
Key Highlights

দিনের পর দিন এই প্রতারকদের হাতে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন বিহারের ৬ যুবক।

ভুয়ো চাকরির জাল ছড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। এবার এই সাইবার জালিয়াতির ফাঁদে বিহারের ৬ যুবক। সূত্রের খবর, থাইল্যান্ডে চাকরির টোপ দিয়ে বছর ৩৯ এর শচীন কুমার সিং (কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার এবং ইউটিউবার) সহ ৬ যুবককে মায়ানমারে পাচার করা হয়। 'ওয়ার্ক ভিসা' নিয়ে মায়ানমারে তাঁদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল প্রতারকরা। অভিযোগ, সেখানে পৌঁছতেই তাঁদের পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে আটক করে মুক্তিপণ চাওয়া হয়। চলে শারীরিক অত্যাচার। অবশেষে টাকা দিয়ে কোনোমতে মুক্তি পান তাঁরা।