Gujarat Chandipura Virus । নয়া ভাইরাস 'চাঁদিপুরা'র প্রকোপে গুজরাটে মৃত্যু ৬ শিশুর! ‘অ্যালার্ট মোডে’ স্বাস্থ্যদফতর!
গত ৫ দিনে চাঁদিপুরা ভাইরাসের প্রকোপে গুজরাটে মৃত্যু হয়েছে ৬ শিশুর! ইতিমধ্যেই এই ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কার্যত ‘অ্যালার্ট মোডে’ রয়েছে গুজরাটের স্বাস্থ্যদফতর।
গত ৫ দিনে চাঁদিপুরা ভাইরাসের প্রকোপে গুজরাটে মৃত্যু হয়েছে ৬ শিশুর! ইতিমধ্যেই এই ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কার্যত ‘অ্যালার্ট মোডে’ রয়েছে গুজরাটের স্বাস্থ্যদফতর। ভাইরাসে মাত্র ৪ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল এক হাসপাতালে। তবে অল্প কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ১২ জন। চাঁদিপুরা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হল জ্বর, ফ্লুর মতো উপসর্গ এবং তীব্র মস্তিষ্কের প্রদাহ। অল্প সময়ের মধ্যেই জ্বর ব্যাপকভাবে বেড়ে যায়। এছাড়াও খিঁচুনি, ডায়রিয়া,বমিও হয়। শিশুদের ক্ষেত্রে লক্ষণ প্রবল জ্বর, বমি, ডায়রিয়া, মাথাব্যথা,খিঁচুনি।