Bird Flu | ন’দিনের ব্যবধানে রাজ্যের ভিন্ন ভিন্ন এলাকায় বার্ড ফ্লু পজেটিভ ৬ শিশু

Wednesday, July 24 2024, 7:57 am
Bird Flu | ন’দিনের ব্যবধানে রাজ্যের ভিন্ন ভিন্ন এলাকায় বার্ড ফ্লু পজেটিভ ৬ শিশু
highlightKey Highlights

রাজ্যে বাড়ছে বার্ড ফ্লুর আতঙ্ক। ন’দিনের ব্যবধানে ছয় শিশু বার্ড ফ্লু পজেটিভ বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।


রাজ্যে বাড়ছে বার্ড ফ্লুর আতঙ্ক। ন’দিনের ব্যবধানে ছয় শিশু বার্ড ফ্লু পজেটিভ বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। যার মধ্যে এক শিশু ভর্তি আইসিইউ-তে। আক্রান্তরা মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতার এন্টালি, হালতুর বাসিন্দা। রাজ্যের ভিন্ন ভিন্ন এলাকায় বার্ড ফ্লু আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে চিকিৎসা মহলেও। কারণ এতে ফ্লু গোটা রাজ্যেই ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে বাচ্চাদের জ্বর-কাশি-সর্দি-গায়ে ব্যথা, মাথা ব্যথার লক্ষণ দেখা দিচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File