Guillain Barre Syndrome | পুনেতে বিরল স্নায়ুরোগে আক্রান্ত ৫৯, ভেন্টিলেশনে ১২! ম্যাঙ্গালোরে মাথাচাড়া দিচ্ছে ‘মাঙ্কিপক্স’
Saturday, January 25 2025, 5:18 am

পুনেতে বিরল স্নায়ুরোগে আক্রান্ত ৫৯ জন বাসিন্দা। যার মধ্যে একদিনেই আক্রান্ত ৩৫। এই স্নায়ুরোগের নাম 'গিলান বারে সিনড্রোম', এখনও পর্যন্ত ১২ জনকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে।
পুনেতে বিরল স্নায়ুরোগ 'গিলান বারে সিনড্রোম' এ আক্রান্ত হয়েছেন ৫৯ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ২০ জন মহিলা বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে ১২ জনকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে। পুনে পৌরসভার স্বাস্থ্যপ্রধান জানান, "বেশিরভাগ রোগীই পেটের সমস্যার কথা জানিয়েছে। শরীর খুব দুর্বল রয়েছে তাঁদের। যা জিবিএসের সাধারণ একটি লক্ষণ"। বাসিন্দাদের জল ফুটিয়ে খেতে বলেছেন তিনি। এদিকে , ম্যাঙ্গালুরুতে সম্প্রতি দুবাই থেকে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের জীবাণু পাওয়া গিয়েছে।
- Related topics -
- দেশ
- পুনে
- মাঙ্কি পক্স
- মাঙ্কিপক্স
- monkeypox
- মাঙ্কি পক্সের সংক্রমণ
- পেটের স্বাস্থ্য
- অসুস্থ
- স্নায়ু রোগ
- রোগ
- রোগ প্রতিরোধ ক্ষমতা