আন্তর্জাতিক

Pakistan | পাকিস্তানে গত ৪৮ ঘণ্টায় ৫৭টি হামলা! জঙ্গি হামলায় মৃত্যু শতাধিক পাক সেনার!

Pakistan | পাকিস্তানে গত ৪৮ ঘণ্টায় ৫৭টি হামলা! জঙ্গি হামলায় মৃত্যু  শতাধিক পাক সেনার!
Key Highlights

বালোচিস্তানে ট্রেন অপহরণের পর গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরও ৫৭টি হামলা চলেছে পাকভূমে।

বালোচিস্তানে ট্রেন অপহরণের পর গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরও ৫৭টি হামলা চলেছে পাকভূমে। ‘বালোচ লিবারেশন আর্মি’র পাশাপাশি ‘তেহরিক ই তালিবান পাকিস্তান’, এই দুই সশস্ত্র সংগঠনের দাপটে জর্জরিত পাকিস্তান। নানা প্রান্তে ছোট বড় হামলার ঘটনা জারি রেখেছে সশস্ত্র সংগঠন বিএলএ ও টিটিপি। এখনও পর্যন্ত এই হামলায় মৃত্যু হয়েছে শতাধিক পাক সেনার। পাকিস্তান সরকারের দাবি অনুযায়ী, গত দুদিনে জঙ্গি হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৬ জন। তবে বালোচ বিদ্রোহী ও টিটিপির দাবি অনুযায়ী, মৃতের সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছে।