Local Train । ৩০ থেকে ১০! ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া কমতে চলছে তিনগুণ!
Saturday, June 8 2024, 6:10 am
Key Highlightsআগামী ১ জুলাই থেকে ট্রেনগুলির ন্যূনতম ভাড়া কমিয়ে ১০ টাকা করা হচ্ছে।
কমতে চলেছে ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া। আগামী ১ জুলাই থেকে ট্রেনগুলির ন্যূনতম ভাড়া কমিয়ে ১০ টাকা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে কয়েকটি ট্রেনের স্পেশাল তকমা তুলে দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ ট্রেনই স্পেশাল হিসেবে চালানো হচ্ছিল। অবশেষে জুলাই থেকে ৫৬৩টি লোকাল ট্রেনের স্পেশাল তকমা তুলে দেওয়া হচ্ছে। আর স্পেশাল ট্রেনের তকমা তুলে দেওয়ায় স্বভাবতই ওই ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া কমে যাচ্ছে। ইতিমধ্যে পাঁচটি ডিভিশনকে (আম্বালা, দিল্লি, ফিরোজপুর, লখনউ এবং মোরাদাবাদ) সেই নির্দেশ জারি করেছে উত্তর রেলওয়ে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- ট্রেন
- লোকাল ট্রেন

