Bangladesh | মায়ানমার নৌবাহিনীর খপ্পরে ৫৬ বাংলাদেশি মৎস্যজীবী, প্রাণে বাঁচলেও কেড়ে নেওয়া হলো জাল ও মাছ
Thursday, March 6 2025, 5:52 pm

মায়ানমার নৌবাহিনীর জালে ৫৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। ছ’টি মাছ ধরার ট্রলার-সহ তাঁদের আটক করার কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মায়ানমার নৌবাহিনী।
বুধবার বিকেলে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করে বাংলাদেশের ৫৬ মৎস্যজীবী। ছয়টি মাছ ধরার ট্রলার সহ তাঁদের আটক করে মায়ানমার নৌবাহিনী। মধ্যরাতেই তাঁদের ছেড়ে দেয় নৌবাহিনী। বৃহস্পতিবার ভোরে ওই মৎস্যজীবীরা টেকনাফে পৌঁছেছেন। তবে তাঁদের অভিযোগ, ছেড়ে দিলেও তাঁদের জাল ও সমুদ্র থেকে ধরা মাছ ফেরত দেয়নি সেনারা। এদিকে কোস্টগার্ডের আভিযানিক দল আজ সকালে সুন্দরবনের থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে থাকা ১৩ মৎস্যজীবী সহ একটি ট্রলার উদ্ধার করেছে।