CDSCO | সিডিএসসিওয়ের গুণমান পরীক্ষায় ফেল প্যারাসিটামল, প্যানডি সহ ৫৩টি ওষুধ
Thursday, September 26 2024, 8:04 am
 Key Highlights
Key Highlights৫৩টি ওষুধের যে তালিকার মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওষুধ থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ।
ফের প্যারাসিটামল ওষুধ সহ ৫৩টি ওষুধের গুণমান নিয়ে উঠলো প্রশ্ন। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও পরীক্ষা করে দেখে, প্যারাসিটামল সহ ক্ল্যাভ্যাম ৬২৫ এর মতো বহু পরিচিত অ্যান্টিবায়োটিক এবং প্যান ডির মতো বহুল ব্যবহৃত হজমের ওষুধ গুণমান পরীক্ষা ফেল করেছে। ৫৩টি ওষুধের যে তালিকার মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওষুধ থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ।

 
 