Assam Flood | অসমে বন্যার জেরে গত ২৪ ঘণ্টায় মৃত ৫২জন! ক্ষতিগ্রস্ত ২৪ লক্ষেরও বেশি মানুষ!
Saturday, July 6 2024, 10:48 am
Key Highlightsঅসমে ভয়াবহ বন্যার জেরে ক্ষতিগ্রস্থ বহু মানুষ। ক্রমেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
অসমে ভয়াবহ বন্যার জেরে ক্ষতিগ্রস্থ বহু মানুষ। ক্রমেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় অসমে বন্যা পরিস্থিতির জন্য এখনও পর্যন্ত সব মিলিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। বন্যার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যজুড়ে ২৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডুবে গিয়েছে অসংখ্য বাড়ি।

