H1N1 Virus | মাত্র ৩ মাসেই আক্রান্ত ৫১৬ মৃত্যু ৬ জনের! নতুন করে চিন্তা বাড়াচ্ছে H1N1 ভাইরাস!

Tuesday, March 11 2025, 1:10 pm
H1N1 Virus | মাত্র ৩ মাসেই আক্রান্ত ৫১৬ মৃত্যু ৬ জনের! নতুন করে চিন্তা বাড়াচ্ছে H1N1 ভাইরাস!
highlightKey Highlights

লক্ষণ করোনার মতো হলেও করোনা নয়, নতুন করে চিন্তা বাড়াচ্ছে সোয়াইন ফ্লু বা H1N1 ভাইরাস!


লক্ষণ করোনার মতো হলেও করোনা নয়, নতুন করে চিন্তা বাড়াচ্ছে সোয়াইন ফ্লু বা H1N1 ভাইরাস! এই রোগ নতুন নয়, এককালে শুয়োরের শরীরে নাকি বাসা বাঁধত H1N1 ভাইরাস। কিন্তু বিগত বেশ সময় শরীরেও বাসা বাঁধে এই ভাইরাস। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটি পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে দিল্লি, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি রাজ্য মিলিয়ে গোটা দেশে আক্রান্তের সংখ্য়া পৌঁছে গিয়েছে ৫১৬ জন। যাদের মধ্যে আবার মৃত্যু হয়েছে ৬ জনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File