দেশ

৫০০ একর জুড়ে বেঙ্গালুরুতে পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার কারখানা তৈরি করবে ওলা ইলেকট্রিক

৫০০ একর জুড়ে বেঙ্গালুরুতে পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার কারখানা তৈরি করবে ওলা ইলেকট্রিক
Key Highlights

বেঙ্গালুরু শহর থেকে সামান্য দূরত্বে তৈরি হতে চলেছে পৃথিবীর বৃহত্তম ইলেকট্রিক স্কুটার কারখানা। ৫০০ একর জমির উপর এই কারখানা তৈরি করতে চলেছে অ্যাপ ক্যাব সংস্থা ওলা। ইতিমধ্যে সেই বিশাল জমি ঘুরেও দেখেছেন ওলা-র কর্ণধার ভাবিশ আগরওয়াল। তাঁর আশা, আগামী ১২ সপ্তাহের মধ্যে এই কারখানা তৈরি করে ফেলা সম্ভব হবে। বছরে প্রায় ১ কোটি ই-স্কুটার তৈরি হবে এই কারখানায়।বেঙ্গালুরু শহর থেকে আড়াই ঘণ্টার যাত্রাপথের দূরত্বে অবস্থিত এই বিশাল অঞ্চল। এই কারখানা তৈরি করতে খরচ হবে প্রায় ৩৩ কোটি মার্কিন ডলার, ভারতীয় মূদ্রায় ২৪১৬ কোটি টাকার বেশি। শেষ ১০ বছর ধরে ভারতের পথে যাত্রী পরিবহণের বাণিজ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ওলা।