Murshidabad Rape | ৫ বছরের শিশু কন্যাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রামবাসীদের হাতে গণধোলাই খেলেন অভিযুক্ত যুবক

Sunday, December 8 2024, 9:17 am
highlightKey Highlights

নির্যাতিতার পরিবারের অভিযোগ, শনিবার বাড়ির কাছেই খেলা করছিল শিশুটি। সেই সময়ই তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক।


৫ বছরের শিশু কন্যাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ! মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় শনিবার এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, শনিবার বাড়ির কাছেই খেলা করছিল শিশুটি। সেই সময়ই তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। গ্রামের পাশের জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৫ বছরের ওই শিশু কন্যাকে। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে অভিযুক্ত। তাকে ব্যাপক মারধর করেন স্থানীয়রা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File