Rajasthan Child Death । ৫৫ ঘন্টার চেষ্টার পর কুয়ো থেকে উদ্ধার ৫ বছর শিশুর নিথর দেহ, ব্যর্থ হলো সব প্রচেষ্টা
Thursday, December 12 2024, 3:07 pm
Key Highlights
টানা ৫৫ ঘণ্টার চেষ্টা ব্যর্থ ৷ রাজস্থানের দৌসায় কুয়োতে পড়ে যাওয়া ৫ বছরের শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হল না ৷
রাজস্থানের দৌসায় কুয়োতে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হল না। টানা ৫৫ ঘন্টার উদ্ধারকার্য চালিয়েও ব্যর্থ পুলিশ। উদ্ধার হলো ৫ বছরের শিশুটির নিথর দেহ। সোমবার, ৯ ডিসেম্বর বিকেল ৩টে নাগাদ খেলতে গিয়ে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৫ বছর বয়সী আরিয়ান। ১ ঘন্টার মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। পাইপের মাধ্যমে তার কাছে অক্সিজেন পাঠায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কূপের ভেতরে নজরদারির জন্যে পাঠানো হয় একটি ক্যামেরাও। শেষরক্ষা হলোনা।