Share Market । আগামী দিনে শেয়ারের মঞ্চে বাজিমাত করবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি! ৪৪% রিটার্নের দাবি বিশেষজ্ঞদের

Sunday, November 10 2024, 2:36 am
Share Market । আগামী দিনে শেয়ারের মঞ্চে বাজিমাত করবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি! ৪৪% রিটার্নের দাবি বিশেষজ্ঞদের
highlightKey Highlights

আগামী দিনে রিটার্নের নিরিখে বিনিয়োগকারীদের বড় চমক দিতে পারে টেক্সটাইল বিভাগ। প্রায় ৪৪% রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে বিনিয়োগকারীদের।


বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে রিটার্নের নিরিখে বিনিয়োগকারীদের বড় চমক দিতে পারে টেক্সটাইল বিভাগ। বেশ মোটা অংকের রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। সম্প্রতি এই বিভাগের যে কটি স্টক কেনার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা তার মধ্যে প্রথমেই আছে 'ওয়েলস্পান লিভিং'। সংস্থাটির শেয়ারের দাম 44.8 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই তালিকায় আছে অরবিন্দ লিমিটেড, বর্ধমান টেক্সটাইলস, কেপিআর মিল লিমিটেডের মতো কোম্পানীরা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File