World Best School India | 'স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা' করার ক্যাটেগরিতে বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় ভারতের ৫টি স্কুল!
Tuesday, June 18 2024, 5:50 am

বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিলো ভারতের ৫টি স্কুল।
বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিলো ভারতের ৫টি স্কুল। 'স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা' করার ক্যাটেগরিতে বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিয়েছে এই স্কুলগুলি। পুষ্টিকর খাদ্য প্রদান, তফসিলি জনজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের দারিদ্র্যসীমা থেকে বের করে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে স্কুল। এই তালিকায় রয়েছে নয়াদিল্লির রায়ান ইন্টারন্যাশনাল স্কুল, মধ্যপ্রদেশের জিএইচএসএস বিনোভা স্কুল, তামিলনাড়ুর কালভি ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, মুম্বইয়ের পাবলিক স্কুল এলকে ওয়াঘজি ইন্টারন্যাশনাল।
- Related topics -
- দেশ
- ভারত
- শিক্ষা ব্যবস্থা