আন্তর্জাতিক

London | লন্ডনে শিখ ধর্মাবলম্বী যুবককে কুপিয়ে খুন! অভিযুক্ত ৩ মহিলা-সহ ৫!

London | লন্ডনে শিখ ধর্মাবলম্বী যুবককে কুপিয়ে খুন! অভিযুক্ত ৩ মহিলা-সহ ৫!
Key Highlights

লন্ডনে শিখ ধর্মাবলম্বী এক যুবককে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠলো ৫ জনের বিরুদ্ধে।

লন্ডনে শিখ ধর্মাবলম্বী এক যুবককে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠলো ৫ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম গুরমুখ সিং ওরফে গ্যারি (৩০)। গত ২৩ জুলাই পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার ফেলব্রিগি রোডে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় গ্যারিকে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জনই মহিলা। অভিযুক্তরা গ্যারির পরিচিত বলে জানা গিয়েছে। লন্ডন পুলিশের গোয়েন্দা প্রধান জোন্না ইয়র্ক জানিয়েছেন, এই খুনকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মনে করছেন তাঁরা।