কেমিক্যাল নয়, এবার ঘরোয়া উপায়েই তুলে ফেলুন মেকআপ
Wednesday, January 20 2021, 11:28 am
Key Highlightsএখন শীতকাল, আর এই সময়েই বেশি অনুষ্ঠান থাকে। সেখানে নিজেকে একটু অন্যভাবে প্রস্তুত করার জন্য আজকাল প্রায় সকলেই খুব সুন্দর ভাবে মেকআপ করে নিজেকে সাজিয়ে তোলে। তারপর সেই মেকআপ তুলতে বাজারে মিলিত নানারকম কেমিক্যালযুক্ত দ্রব্য ব্যবহার করে, যেমন মিশেলার ওয়াটার। এই মেকআপ তুলতে সবথেকে ভালো জিনিস হল নারকেল তেল। তাছাড়াও আছে কাঁচা দুধ বা শশার মিশ্রণ। মুখ পরিষ্কার করতে একটি মধুয় ভেজানো তুলোতে অল্প বেকিং সোডা অসাধারণ কার্যকরী।