Samay Raina | দিব্যাঙ্গদের নিয়ে কৌতুক করায় সুপ্রিম ভর্ৎসনা! সময় রায়না-সহ পাঁচ ইনফ্লুয়েন্সারকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলো শীর্ষ আদালত!

Monday, August 25 2025, 5:01 pm
highlightKey Highlights

দিব্যাঙ্গদের নিয়ে কৌতুক করায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা কৌতুকাভিনেতা সময় রায়না সহ পাঁচজন ইনফ্লুয়েন্সারকে ডেকে পাঠালো সুপ্রিম কোর্ট।


দিব্যাঙ্গদের নিয়ে কৌতুক করায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা কৌতুকাভিনেতা সময় রায়না সহ পাঁচজন ইনফ্লুয়েন্সার বিপুল গয়াল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর ও নিশান্ত জগদীশ তানওয়ারকে ডেকে পাঠালো সুপ্রিম কোর্ট। তাঁদের পডকাস্ট এবং অন্যান্য অনুষ্ঠানসূচিতে ক্ষমা চাওয়ার নির্দেশও দেয় আদালত। এছাড়াও সুপ্রিম কোর্ট সরকারকে সোশ্যাল মিডিয়ার জন্য পৃথক নির্দেশিকা তৈরির পরামর্শ দিয়েছে। যাতে সোশ্যাল মিডিয়ায় শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে হাসি, তামাশা বা তাঁদের বিরোধিতাসূচক রঙ্গ রসিকতায় রাশ টানা যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File