দেশ

Kedarnath | গত ৪০ দিনে ৫টি চপার দুর্ঘটনা! কেদারনাথে এতো কেন ভেঙে পড়ছে কপ্টার?

Kedarnath | গত ৪০ দিনে ৫টি চপার দুর্ঘটনা! কেদারনাথে এতো কেন ভেঙে পড়ছে কপ্টার?
Key Highlights

রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়লো যাত্রীবাহী হেলিকপ্টার।

রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়লো যাত্রীবাহী হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু পাইলট সহ সাত জনের। এই নিয়ে গত ৪০ দিনের কম সময়ে চারধাম যাত্রা পথে ৫টি চপার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কেন এই ধরনের ঘটনা বার বার ঘটছে কেদারনাথে? বিমান বিশেষজ্ঞ গোবিন্দ নায়ারের বলেন, সমস্ত পাইলটই অভিজ্ঞ। নিজেদের মধ্যে ক্রমাগত যোগাযোগ রেখে চলেন তাঁরা। আসলে এই দুর্ঘটনার অন্যতম বড় কারণ খারাপ দৃশ্যমানতা এবং ঘন কুয়াশা। মূলত আবহাওয়ার কারণেই এই ধরনের দুর্ঘটনার প্রবণতা বাড়ছে।