Tulsi Gabbard | ট্রাম্পের প্রশাসনে ‘মোদির বন্ধু’! আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গাবার্ড

Thursday, November 14 2024, 7:36 am
Tulsi Gabbard | ট্রাম্পের প্রশাসনে ‘মোদির বন্ধু’! আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গাবার্ড
highlightKey Highlights

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন ‘মোদির বন্ধু’ তুলসী গাবার্ড।


৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন ‘মোদির বন্ধু’ তুলসী গাবার্ড। বুধবার বিবৃতি দিয়ে নয়া গোয়েন্দা প্রধান হিসাবে এই প্রাক্তন ডেমোক্র্যাটের নাম ঘোষণা করেন ট্রাম্প। উল্লেখ্য, এই নির্বাচনে প্রথম থেকেই ট্রাম্পের পাশে ছিলেন তুলসী। এক সময় ডেমোক্র্যাট নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু পরে হাত ধরেন রিপাবলিকান দলের। এছাড়া মার্কিন সেনাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তুলসী। ইরাক ও কুয়েতেও মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তুলসীর পরিচয় বহুদিনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File