Uttar Pradesh | তাজমহলকে পেছনে ফেলে দিলো অযোধ্যা! চলতি বছর ৪৭.৬১ কোটি পর্যটক ভিড় করেছেন উত্তরপ্রদেশে
বিশ্বের সপ্তম আশ্চর্য ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাজমহলকে পেছনে ফেলে দিলো অযোধ্যা!
বিশ্বের সপ্তম আশ্চর্য ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাজমহলকে পেছনে ফেলে দিলো অযোধ্যা! তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ৪৭.৬১ কোটি পর্যটক ভিড় করেছেন উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে। সবচেয়ে বেশি মানুষ ঘুরে দেখেছেন অযোধ্যা। উত্তরপ্রদেশের পর্যটন বিভাগের রিপোর্ট অনুযায়ী, ১৩.৫৫ কোটি দেশীয় পর্যটক এবং ৩,১৫৩ বিদেশী পর্যটক এসেছেন অযোধ্যায়। অন্যদিকে, আগ্রাতে এখনও পর্যন্ত ১২.৫১ কোটি পর্যটক এসেছেন। তার মধ্যে ১১.৫৯ কোটি দেশীয় পর্যটক এবং ৯.২৪ লক্ষ বিদেশী পর্যটক।