Railway । জোরকদমে চলছে সেবক-রংপো রেললাইন প্রকল্পের কাজ! খনন হলো ৩৬ কিলোমিটার টানেল
Thursday, August 22 2024, 2:02 pm

৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ সেবক-রংপো রেললাইন কেবল সিকিম নয়, দেশের গোটা উত্তর-পূর্ব অঞ্চলের জন্য পরিবহন এবং অর্থনীতির ক্ষেত্রে নতুন দিশা দেখাবে।
৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ সেবক-রংপো রেললাইন কেবল সিকিম নয়, দেশের গোটা উত্তর-পূর্ব অঞ্চলের জন্য পরিবহন এবং অর্থনীতির ক্ষেত্রে নতুন দিশা দেখাবে। ইতিমধ্যে সিকিমকে দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে পুরোদমে। রেল মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে অর্থাৎ ট্র্যাকের ভিত্তি তৈরি হয়েছে। এই রুটের মাঝে মোট ৩৬ কিলোমিটার টানেল খনন করার কাজ শেষ হয়েছে। এই নতুন রেললাইনটি একদিকে যেমন পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়, অন্যদিকে নিরাপত্তার ক্ষেত্রেও হবে গুরুত্বপূর্ণ।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে বোর্ড