Gujarat | বয়স ছিল মাত্র একদিন, অ্যাম্বুল্যান্সে আগুন লেগে মৃত্যু নবজাতক-সহ চারজনের!
Tuesday, November 18 2025, 9:56 am
Key Highlightsহাসপাতালে যাওয়ার পথে আচমকাই অ্যাম্বুল্যান্সে আগুন লেগে মৃত্যু হল নবজাতক সহ চারজনের। ওই নবজাতকের বয়স ছিল একদিন।
সোমবার গভীর রাতে গুজরাটের আরাভালিতে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! হাসপাতালে যাওয়ার পথে আচমকাই অ্যাম্বুল্যান্সে আগুন লেগে মৃত্যু হল নবজাতক সহ চারজনের। ওই নবজাতকের বয়স ছিল একদিন। জন্মের পরই সে অসুস্থ ছিল, তাই চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুল্যান্সে করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু রাত ১টা নাগাদ মোদাসা ধনসুরা রোডে আসার পরই অ্যাম্বুল্যান্সটিতে আচমকা আগুন লেগে যায়। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় নবজাতক, তার বাবা, এক চিকিৎসক এবং এক নার্সের। কোনও মতে বেঁচে গিয়েছেন অ্যাম্বুল্যান্সের চালক এবং দুই আত্মীয়।
- Related topics -
- দেশ
- ভারত
- গুজরাত
- গাড়ি দুর্ঘটনা
- অ্যাম্বুল্যান্স
- অগ্নিকান্ড

