Burdwan । চারচাকায় আগুন লেগে ঝলসে গেল চার শিশু, মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পানাগড়

Wednesday, November 13 2024, 2:09 pm
Burdwan । চারচাকায় আগুন লেগে ঝলসে গেল চার শিশু, মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পানাগড়
highlightKey Highlights

পরিত্যক্ত চার চাকা গাড়ির ভিতর খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল চার শিশু। বুধবার দুপুরে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার পানাগড় বাজারের রাইস মিল রোডে ঘটনাটি ঘটেছে ।


পরিত্যক্ত চার চাকা গাড়ির ভেতরে খেলছিল চার শিশু। আচমকা গাড়িতে আগুন লেগে ঝলসে যায় চারজনই। বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারের রাইস মিল রোডের বাসিন্দারা। অগ্নিদগ্ধ চার শিশুর দু’‌জন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দু’‌জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের নাম শিবা সিংহ (‌৬)‌, গোলু সিংহ (‌৫)‌, আয়ূষ সাউ (‌৫)‌ ও পূর্বা সাউ (‌৮)‌। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File