দেশকরোনার তৃতীয় ঢেউ অনিবার্য, এই পরিস্থিতিতে আপাতত ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা বন্ধ রাখার আর্জি আইএমএ-র
করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার নিম্নমুখী হলেও আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে করোনার তৃতীয় ঢেউ। তাই এই পরিস্থিতিতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এই পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির কাছে আরো বেশি সতর্কতা অবলম্বন করার আবেদন জানাল। সোমবার আইএমএ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘গোটা বিশ্বের পরিস্থিতি এবং অতিমারির ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে, কোভিডের তৃতীয় ঢেউ অনিবার্য। তা কেউ আটকাতে পারবে না। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এমন বহু ছবি উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, কোভিড বিধি না মেনেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ। সে ব্যাপারে কোনও রকম সরকারি পদক্ষেপ চোখে পড়ছে না।’