Uttarakhand Bus Accident | ৪০ জন যাত্রীর মধ্যে মৃত্যু ৩৬ জনেরই! উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
Monday, November 4 2024, 11:26 am
Key Highlightsওই বাসে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৩৬ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর।
উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ওই বাসে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৩৬ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর। বাকিরা গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিবারকে এবং আহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। অনুমান করা হচ্ছে, রাতভর পাহাড়ি পথে বাসযাত্রার পর ক্লান্ত চালকের ভুলেই গন্তব্যের কাছাকাছি গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। আলমোড়ার কাছে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
- Related topics -
- উত্তরাখন্ড
- দেশ
- ভারত
- পথদুর্ঘটনা

