Haryana | উদ্ধার ৩৫০ কেজি বিস্ফোরক-সহ AK-৪৭! নাশকতার ছক ছিল কাশ্মীরি চিকিৎসকের?
Monday, November 10 2025, 7:47 am
Key Highlightsএক কাশ্মীরী চিকিৎসকের সূত্র ধরে হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু কাশ্মীর পুলিশ ৩৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট, একটি একে-৪৭ সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
অস্ত্র নয়, এবার রাসায়নিক দিয়ে দেশে নাশকতার ছক? এক কাশ্মীরী চিকিৎসকের সূত্র ধরে হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু কাশ্মীর পুলিশ ৩৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট, একটি একে-৪৭ সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করে। দিন দুয়েক আগেই সাহারানপুর থেকে ডঃ আদিল আহমেদ রাঠের নামক ওই চিকিৎসককে জঙ্গি গোষ্ঠী জইস-ই-মহম্মদের সমর্থনে পোস্টার লাগাতে গিয়ে গ্রেফতার করা হয়েছিল। ওই চিকিৎসক জানিয়েছিলেন যে মুজাহিল শাকিল নামে আরও এক চিকিৎসকের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র মজুত রাখা আছে।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর পুলিশ
- গ্রেফতার
- ডাক্তার
- নাশকতা
- অস্ত্র উদ্ধার

