China Hit and Run | 'হিট অ্যান্ড রানে'র জেরে মৃত্যু ৩৫ জনের! আহত অন্তত ৪৩ জন! 'দোষী' ৬২ বছরের বৃদ্ধ

Tuesday, November 12 2024, 6:10 pm
China Hit and Run | 'হিট অ্যান্ড রানে'র জেরে মৃত্যু ৩৫ জনের! আহত অন্তত ৪৩ জন! 'দোষী' ৬২ বছরের বৃদ্ধ
highlightKey Highlights

সোমবার চিনের ঝুয়াইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে অনুশীলন করছিলেন অনেকে। হঠাৎই সেখানে দ্রুত গতির বেপরোয়া এক গাড়ি চলে আসে।


বৃদ্ধের চার চাকায় পিষে মৃত্যু ৩৫ জনের! সোমবার চিনের ঝুয়াইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে অনুশীলন করছিলেন অনেকে। হঠাৎই সেখানে দ্রুত গতির বেপরোয়া এক গাড়ি চলে আসে। কিছু বোঝার আগেই সেই গাড়ি পর পর মানুষকে চাকায় পিষে, সজোরে ধাক্কা মেরে এগিয়ে যায়। ঘটনায় মৃত্যু হয় ৩৫ জনের! আহত অন্তত ৪৩ জন! এই কাণ্ডের নেপথ্যে রয়েছেন এক৬২ বছরের বৃদ্ধ। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে। তবে, এই ঘটনা নেহাতই কোনও দুর্ঘটনা, নাকি কোনও সন্ত্রাসবাদী হামলার অংশ, তা এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File