Cyber Scam | ভারতে ৬ মাসে সাইবার প্রতারণার শিকার ৩০,০০০ মানুষ! দেড় হাজার কোটি টাকা খুঁইয়েছে জনগণ!

মাত্র ৬ মাসে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র। রিপোর্ট বলছে, ভারতে গত ৬ মাসে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ। তাঁদের মধ্যে ৭৬ শতাংশের বয়স ৩০ থেকে ৬০ এর মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বলছে, টাকার অঙ্কে দেড় হাজার কোটি পকেটে পুরেছে সাইবার অপরাধীরা। প্রতারণার ২০ শতাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ। ০.৩১ শতাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে লিঙ্কডইন ও টুইটার। প্রতারণার লিস্টে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু, দিল্লি ও হায়দ্রাবাদ। মোট মামলার ৬৫ % এই তিন জায়গার।
