Local Train Cancel | শিয়ালদহ ডিভিশনে আগামী ৫ দিনে ৩০০টি লোকাল ট্রেন বাতিল! কোন কোন শাখায় বাতিল ট্রেন?

Wednesday, January 22 2025, 11:58 am
highlightKey Highlights

শিয়ালদহ ডিভিশনে আগামী পাঁচদিনে প্রায় ৩০০টি লোকাল ট্রেন বাতিল।


 শিয়ালদহ ডিভিশনে আগামী পাঁচদিনে প্রায় ৩০০টি লোকাল ট্রেন বাতিল। পূর্ব রেল জানিয়েছে, বালিঘাট বালিহল্ট রোডের মধ্যে ব্রিজের কাজের জন্য বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় ৩০০টি ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ বারুইপাড়া শিয়ালদহ, শিয়ালদহ কল্যাণী সীমান্ত শিয়ালদহ, শিয়ালদহ মধ্যমগ্রাম শিয়ালদহ, শিয়ালদহ বর্ধমান শিয়ালদহ, শিয়ালদহ দমদম ক্যান্টনমেন্ট শিয়ালদহ, শিয়ালদহ দত্তপুকুর শিয়ালদহ, নৈহাটি ব্যান্ডেল নৈহাটি, শিয়ালদহ ডানকুনি শিয়ালদহ, শিয়ালদহ ডানকুনি শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File