Maha Kumbh Stampede | মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত্যু ৩০ জনের, আহত ৬০
Wednesday, January 29 2025, 3:56 pm

মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বহু মানুষের মৃত্যু আশঙ্কা করা হচ্ছিল। এদিন যোগী আদিত্যনাথের পুলিশ জানাল, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন।
মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করছিলো যোগী রাজ্যের পুলিশ। এদিন সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে পুলিশ জানাল, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের, আহত হয়েছেন ৬০ জন। ৩০ জনের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গিয়েছে, বাকি ৫ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আত্মীয়রা ভিড় জমাচ্ছে মর্গে। মৌনী অমাবস্যা উপলক্ষে অন্তত ৫ কোটি মানুষ আসবেন বলে মনে করছিল প্রশাসন। এই বিরাট ভিড় নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।