Rajasthan | ১০ দিন পর ৭০০ ফুট বোরওয়েলে আটকে পড়া শিশুকন্যা উদ্ধার! জীবিত না মৃত তা নিয়ে রয়েছে সংশয়

Wednesday, January 1 2025, 3:40 pm
highlightKey Highlights

রাজস্থানে ৭০০ ফুট বোরওয়েলে পড়া ৩ বছরের চেতনকে ১০ দিন পর উদ্ধার করা হলেও তার জীবন বিপন্ন।


প্রায় ১০ দিন পর ৭০০ ফুট গভীর বোরওয়েলে থেকে উদ্ধার করা হল আটকে পড়া চেতনাকে। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিন বছরের শিশুকন্যা জীবিত না কি মৃত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে খেলতে খেলতে ৭০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় তিনবছরের চেতনা। তাকে উদ্ধার করতে পৌঁছায় NDRF। শুরু হয় উদ্ধার কার্য। তবে বিভিন্ন বাধার মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা বাড়ে পরিবারের। তবে অবশেষে ১০দিন পর বুধবার সন্ধ্যায় গভীর গর্ত থেকে বের করে আনা হয় চেতনাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File