দেশ

Google Map | নির্মীয়মাণ সেতু থেকে গাড়ি পরে মৃত্যু ৩ জনের! গুগুল ম্যাপের বিরুদ্ধে তদন্ত ভারতের

Google Map | নির্মীয়মাণ সেতু থেকে গাড়ি পরে মৃত্যু ৩ জনের! গুগুল ম্যাপের বিরুদ্ধে তদন্ত ভারতের
Key Highlights

গুগুল ম্যাপের ওপর ভরসা করে পথে যাওয়ার সময় উত্তরপ্রদেশের বরেলিতে এক নির্মীয়মাণ সেতু থেকে নদীগর্ভে পড়ে যায় একটি গাড়ি।

সম্প্রতি গুগুল ম্যাপের ওপর ভরসা করে পথে যাওয়ার সময় উত্তরপ্রদেশের বরেলিতে এক নির্মীয়মাণ সেতু থেকে নদীগর্ভে পড়ে যায় একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয় চালক সহ তিন জনের। এরপরই গুগল ম্যাপের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু হয়েছে তদন্তও। গুগল ম্যাপের কার্যকারিতা এবং কার্যপ্রক্রিয়া নিয়ে তদন্ত হচ্ছে। চলতি বছর বন্যার সময় বরেলির ওই সেতুর সামনের অংশ ভেঙে গিয়েছিল। এরপর ফের সেতুর নির্মাণ শুরু হয়েছিল। যদিও তা সম্পূর্ণ হয়নি। কিন্তু জিপিএসে এই বিষয়টি আপডেট ছিল না।