রাজ্য

EMU Special | ট্রেন যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদা দক্ষিণে শাখায় চলবে আরও ৩টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন!

EMU Special | ট্রেন যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদা দক্ষিণে শাখায় চলবে আরও ৩টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন!
Key Highlights

রেল সূত্রে খবর, দক্ষিণ শাখায় আরও ৩টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে।

শিয়ালদা দক্ষিণে আরও বাড়ছে লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, দক্ষিণ শাখায় আরও ৩টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে। জানা গিয়েছে, সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে চলবে একটি লোকাল। একটি ইএমইউ স্পেশাল ট্রেন সোনারপুর থেকে রওনা দেবে ভোর ৫ টায় এবং পৌঁছাবে ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ট্রেনটি সকাল ৬:৩০টায় ডায়মন্ড হারবার থেকে রওনা দিয়ে বালিগঞ্জেপৌঁছাবে সকাল ৭:৫৬টায়। তৃতীয় ট্রেনটি বালিগঞ্জ থেকে সকাল ৮:১৪টায় রওনা দিয়ে সোনারপুরে পৌঁছাবে সকাল ৮:৩৩টায়।