Assam Mine Disaster Latest Update । শেষরক্ষা হলো না, অসমের খনি থেকে উদ্ধার আরও ৩ মৃতদেহ, নিখোঁজ আরও ৫

Sunday, January 12 2025, 3:43 am
highlightKey Highlights

বন্যায় প্লাবিত অসমের খনি থেকে শনিবার আরও তিনটি মৃতদেহ উদ্ধার করা হল। এই নিয়ে সোমবারের বিপর্যয়ের পর থেকে মোট ৪ জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে।


গত ৬ জানুয়ারি আসামের এক খনিতে দুর্ঘটনার জেরে আটকে পড়েছিলেন ৯ জন শ্রমিক। পরদিনই জলে ভেসে উঠেছিল ১ মৃতদেহ। শনিবার আরও তিনটি মৃতদেহ উদ্ধার করা হল। সেই তিন'জন মৃত শ্রমিকের নাম হল - কোকরাঝাড় জেলার খুশি মোহন রাই(৫৭), শোণিতপুর জেলার শরৎ গোয়ারি(৩৭),লিজিয়ন মাগার(২৭)। এখনও খোঁজ নেই ৫ শ্রমিকের। উদ্ধারকার্য চালাচ্ছে এনডিআরএফ। এনডিআরএফ টিম কমান্ডার জানিয়েছেন, প্রতিদিন জলের স্তর পরীক্ষা করাহচ্ছে। খনির জল বের করতে লাগাতার ৫টি পাম্প ব্যবহার করছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File