Terrorist Killed in Shopian | শোপিয়ানে ৩ লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করলো ভারতের সেনা!

শোপিয়ানের সুকরু কেলার এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সেনা।
শোপিয়ানে ৩ লস্কর ই তৈবা জঙ্গিকে নিকেশ করলো ভারতের সেনা। জানা গিয়েছে, শোপিয়ানের সুকরু কেলার এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সেনা। তখনই জঙ্গিদের দিক থেকে ধেয়ে আসে গুলি। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা, তাতেই নিকেশ হয় ৩ জঙ্গি। আজ যে ৩ লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে, তাদের পরিচিতি জানা যায়নি। প্রসঙ্গত, ভারত সরলার সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদীদের সহজভাবে নেবে না দেশ। আজ তারই প্রমাণ দিলো ভারতের সেনা।