Jammu Kashmir | জম্মু কাশ্মীরে খতম জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার-সহ ৩ জেহাদি! গোলাগুলিতে শহিদ ১ জওয়ান!

Saturday, April 12 2025, 5:28 am
highlightKey Highlights

জম্মু কাশ্মীরের জইশ ই মহম্মদের শীর্ষ কমান্ডার সহ ৩ জেহাদিকে খতম করলো ভারতের সেনা।


জম্মু কাশ্মীরের জইশ ই মহম্মদের শীর্ষ কমান্ডার সহ ৩ জেহাদিকে খতম করলো ভারতের সেনা। কিন্তু গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। সেনা সূত্রে খবর, কয়েকদিন ধরেই কিশৎওয়ার সহ উপত্যকার একাধিক জায়গায় চলছে ‘অপারেশন ছতরু’। জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের ছক কষেছিল পাকিস্তানের জঙ্গিরা। তাদের অনুপ্রবেশের আগেই তাদের নিকেশ করতে তৎপর হয়ে ওঠে ভারতের সেনা বাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। যার মধ্যে রয়েছে জইশের অন্যতম শীর্ষ কমান্ডার সইফুল্লাহও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File