Gmail Account Hack | যেন হুবহু Google! হ্যাকারদের নিশানায় ৩০০ কোটি জিমেল অ্যাকাউন্ট!

Friday, April 25 2025, 5:28 am
Gmail Account Hack | যেন হুবহু Google! হ্যাকারদের নিশানায় ৩০০ কোটি জিমেল অ্যাকাউন্ট!
highlightKey Highlights

যে কোনও মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে ৩০০ কোটি জিমেল অ্যাকাউন্ট! নেপথ্যে ‘ফিজিং স্ক্যাম’।


যে কোনও মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে ৩০০ কোটি জিমেল অ্যাকাউন্ট! নেপথ্যে ‘ফিজিং স্ক্যাম’। এই ঝুঁকির কথা স্বীকারও করে নিয়েছে গুগল। সম্প্রতি এক সফটওয়্যার ডেভেলপার নিক জনসন সোশ্যাল মাধ্যমে জানান, তিনি একটি মেল পান no reply@google.com থেকে। সেখানে জানানো হয় যে তাঁর গুগল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের জন্য একটি সমন জারি করা হয়েছে। একটি লিঙ্কও দেওয়া হয়েছিল, যা দেখতে হুবহু গুগল সাপোর্ট পেজের মতো। কিন্তু তা একটি জাল ওয়েবসাইটের লিঙ্ক। আর এই লিঙ্কে ক্লিক করে ডিটেলস দিলেই সর্বনাশ!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File