স্বাস্থ্যকরোনার তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় বাড়ছে আতঙ্ক, এক সপ্তাহে বাড়ল আক্রান্তের সংখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ ছড়ানোর গতি বৃদ্ধি হওয়ার পাশাপাশি নতুন করে প্রায় ৩.৪ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গবেষকদের মতে, গত এক সপ্তাহের রিপোর্ট থেকে জানা যাচ্ছে দৈনিক গড়ে ৪০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমানে বিশ্বের ১৮০ টি দেশে আলফা প্রজাতির উপস্থিতির প্রমাণ মিলেছে। তাছাড়াও, আগের চেয়ে আরও ১৩ টি বেশি দেশে করোনার ডেল্টা প্রজাতির উপস্থিতির প্রমাণ মিলেছে।