Tiger Hill | দার্জিলিংয়ে ‘প্যানোরামিক সানরাইজ ভিউ’! টাইগার হিল থেকে ২৭০ ডিগ্রিতে দেখা যাবে সূর্যোদয়, সঙ্গে থাকবে ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁও
পর্যটকদের সূর্যোদয় দেখার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে দার্জিলিংয়ে।
পর্যটকদের সূর্যোদয় দেখার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে দার্জিলিংয়ে। জিটিএ’র পর্যটন দফতর সূত্রে খবর, অত্যাধুনিক ব্যবস্থা করে সূর্যোদয়ের ২৭০ ডিগ্রি ভিউ তৈরি করা হবে টাইগার হিলে। এটাকে ‘প্যানোরামিক সানরাইজ ভিউ’ বলা হচ্ছে। এই বিষয়ে জিটিএ’র পর্যটন দফতরের এক্সিকিউটিভ সদস্য নর্ডেন শেরপা বলেন, ‘আমরা নতুন দৃশ্য দেখার ব্যবস্থা করছি টাইগার হিলে। যেখান থেকে ২৭০ ডিগ্রি ভিউতে দেখা যাবে সূর্যোদয়। আর সেখানে থাকবে ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ, ধ্যান করার ব্যবস্থা, টেলিস্কোপে দৃশ্য দর্শন এবং রিক্রিয়েশন রুম।’
- Related topics -
- অন্যান্য
- ভ্রমণ
- দার্জিলিং
- টাইগার হিল