সিঙ্গাপুরে গ্রেফতার ISIS ঘনিষ্ঠ বাংলাদেশের যুবক আহমেদ ফয়সাল, হিন্দুদের উপর হামলার ছক!

Wednesday, November 25 2020, 7:46 am
highlightKey Highlights

২৬ বছর বয়সের আহমেদ ফয়সালকে হিন্দুদের উপর হামলার ছক কষার অভিযোগে সিঙ্গাপুর সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসে নানা তথ্য, ফয়সাল বাংলাদেশের বাসিন্দা এবং ISIS-এর ঘনিষ্ঠ । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সশস্ত্র সহিংসতার পক্ষে পোস্ট দিতে শুরু করেছিল এবং ২০১৮ সালে অনলাইনে জঙ্গি গোষ্ঠী আইএসের সংস্পর্শে এসেই জড়িয়ে পরে সে । হিন্দুদের ওপর আক্রমণের জন্য ভারতে অনু্প্রবেশ করে কাশ্মীরে গিয়ে জঙ্গিদের সঙ্গে জেহাদ করারও পরিকল্পনা ছিল । এমনকি সে একটি ফোল্ডেবল ছুরিও কিনেছিল বলে জানা গেছে ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File