Share Market | ভারতের উপরে ২৬ শতাংশ শুল্ক! ট্রাম্পের ট্যারিফ ঘোষণা হতেই ধস শেয়ার বাজারে!
Thursday, April 3 2025, 7:30 am
Key Highlightsট্রাম্পের ট্যারিফ ঘোষণা হতেই আশঙ্কা সত্যি করে শেয়ার বাজারে নামলো ধস। ভারতের উপরে ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ট্যারিফ ঘোষণা হতেই আশঙ্কা সত্যি করে শেয়ার বাজারে নামলো ধস। ভারতের উপরে ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই এক ধাক্কায় ৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। ডলারের সাপেক্ষে দাম কমে গিয়েছে টাকারও। নিফটি অটোর সূচকে ১.২৫ শতাংশ এবং নিফটি আইটির সূচকে ১.৬৭ শতাংশ পতন হয়েছে। নিফটি মেটালেও ০.৮১ শতাংশ পতন হয়েছে। তবে যতটা ভয়ঙ্কর ধস নামার আশঙ্কা করা হয়েছিল, আজ ততটা ক্ষতির মুখে পড়তে হয়নি বিনিয়োগকারীদের।

