Tahawwur Rana | বুধেই ভারতের হাতে ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড 'তাহাউর রানা'! সৌজন্যে মার্কিন শীর্ষ আদালত
Wednesday, April 9 2025, 5:07 am

২৬/১১ মুম্বই জঙ্গি হামালর মাস্টারমাইন্ড তাহাউর রানাকে বুধবারই ভারতে ফেরানো হতে পারে।
ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তাহাউরকে ভারতের হাতে তুলে দিতে রাজি মার্কিন প্রশাসন। প্রত্যার্পণ রুখতে আমেরিকার আদালতে আবেদন করেছিল ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানা। তবে শেষরক্ষা হয়নি। সূত্রের খবর, বুধবারই ভারতে প্রত্যার্পণ করা হচ্ছে তাকে। সেদেশে চলছে শেষ মুহূর্তের ফর্মালিটি পূরণ। ইতিমধ্যেই দিল্লির তিহাড় এবং মুম্বইয়ের আর্থার রোড জেলে তোড়জোড় শুরু হয়েছে। এই হাই প্রোফাইল জঙ্গির জন্যে হাই সিকিউরিটির ব্যবস্থা করছে ভারত।